Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

গুরুদাসপুর, নাটোর।

 

Citizen Charter 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

 

 

১।

মাধ্যমিক ও দাখিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরন কার্যক্রম (বিকাশ/নগদের মাধ্যমে)

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছর দুই প্রান্তিকে (জানু-জুন এবং জুলাই-ডিসেম্বর মাসে) উপবৃত্তির অর্থ   প্রদান করা হয়।

মোঃ সেলিম আকতার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মোবাইল নং-০১৭১৮২১৯৩৬৪

ই-মেইল-useogurudaspur@gmail.com

 

২।

উচ্চ মাধ্যমিক পর্যায়েরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম (বিকাশ/নগদের মাধ্যমে)

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছর দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর  এবং জানু-জুন মাসে) উপবৃত্তির অর্থ   প্রদান করা হয়।

 

-ঐ-

 

৩।

ডিগ্রী/স্নাতক পর্যায়েরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম (বিকাশ/নগদের মাধ্যমে)

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছরে ২ বার প্রদান

 

-ঐ-

 

৪।

মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী হতে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছর ১লা জানুয়ারী  বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

-ঐ-

 

৫।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছর জানুয়ারী-ফেব্রুয়ারী মাসের মধ্যে উদযাপন করা হয়।

মোঃ সেলিম আকতার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মোবাইল নং-০১৭১৮২১৯৩৬৪


ই-মেইল-useogurudaspur@gmail.com

৬।

শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছরের শেষে ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করা হয়।

 

-ঐ-

৭।

গ্রীষ্মকালীন জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছরের মাঝামাঝি সময়ে  অর্থাৎ আগস্ট মাসের মধ্যে সম্পন্ন করা হয়।

 

-ঐ-

৮।

উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মা সমাবেশের আয়োজন করা

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রতি বছর জানু-এপ্রিল মাসের মাঝামাঝি মাঝামাঝি সময়ে   আয়োজান করা হয়।

-ঐ-

৯।

স্কুল ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রাপ্তির এক মাসের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পাদন করা হয়।

-ঐ-

১০।

সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার আয়োজন

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

তিন দিনের মধ্যে

-ঐ-

১১।

বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনায় কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদান

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষার রুটিনের সময়সীমা

মোঃ সেলিম আকতার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মোবাইল নং-০১৭১৮২১৯৩৬৪


ই-মেইল-useogurudaspur@gmail.com

 

 

১২।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ ও মাদ্রাসা) এমপিও যথাসময়ে বিধি মোতাবেক নিষ্পত্তি করণ।

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

অনলাইন এমপিও ভুক্তির আবেদনপত্র যাচাই বাছাই পূর্বক প্রতি জোড় মাসের ১৮ তারিখের মধ্যে প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়।

 

-ঐ-

 

১৩।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

 

-ঐ-

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

(১)উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

(২)উপজেলা একাডেমিক সুপারভাইজার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

(৩)সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

 

 

-ঐ-